
পরিচালনা পর্ষদে নতুন দুই সদস্যকে নিয়োগ দিয়েছে টুইটার। পেটার কুরি ও পেটার ছারনিনের পরিবর্তে নিয়োগ পাওয়া এই নতুন দুই সদস্য হলেন মার্থা লেন ফক্স ও হগ জনস্টোন।
ব্রিটেনের হাউজ অব লর্ডসের সদস্য ছিলেন মার্থা লেন ফক্স। আর পেপসিকোর প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও) দায়িত্ব পালন করেছেন হগ জনস্টোন।
নতুন দুই সদস্যকে নিয়োগ দেয়ার এ পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা।
তাদের মতে, টুইটারকে সম্ভাবনাময় করে তোলার ক্ষেত্রে পেপসিকোর সাবেক সিএফও জনস্টোনের অভিজ্ঞতা কাজে লাগবে। আর নতুন অংশীদারিত্ব তৈরিতে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা করার অভিজ্ঞতাধারী মার্থা লেন ফক্সের অভিজ্ঞতা কাজে লাগবে। সূত্র- সোশ্যাল টাইমস।
No Comments